Our Services



JR Aviation নতুন করে কিছু বলার নেই।
তাদের মাধ্যমেই আমার কে.এস.এ তে আসা।
আলহামদুলিল্লাহ বিহ্যাবিয়র অসাধারণ ছিলো, কম্মিটমেন্ট রক্ষার্থে তাদের আন্তরিকতা খুব উচু পর্যায়ে, সর্বোপরি এহেন দালালিপনা বাটপারি আর প্রতারণার যুগে সহসাই প্রতারক রাহ যেই যায়গায় সহজ সরলমনা মানুষদের প্রতারিত করে থাকে,
সেই একই সময়ে সৎ নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া এক এজেন্সির নামই, JR Aviation।
তাই আমি আমার শ্রদ্ধার বড়ভাই পাশাপাশি বন্ধুসুলভ মিরাজ ভাইয়ের এই সফলতার ধারাবাহিকতার জন্য দোয়া করি,এবং সেই সাথে তার উত্তরত্তন সফলতা কামনা করি।পাশাপাশি যারাই JR Aviation এর নিকট ফাইল দিতে ইচ্ছে প্রকাশে মনস্তাত্ত্বিক বাধাগ্রস্ত আছেন, যেমন কি হয়,না হয়, আদৌও হবে কিনা এমন,তাদের কে আস্বস্ত করে বলতে চাই, আপনারা নির্দ্বিধায় ফাইল জমা দিতে পারেন, ইনশআল্লাহ প্রতারিত তো হবেন তো না ই,বরং আপনার গন্তব্যে পৌছানোর একটি বিশ্বস্ত সঙ্গী পেয়ে থাকবেন ইনশাআল্লাহ।
মোহাম্মদ রুস্তম আলম।
২২/১০/২০২৫ এর সৌদিগামি যাত্রি।
ভিসা প্রোভাইডর, JR Aviation
আলহামদুলিল্লাহ JR Aviation এর থেকে ভিসা নিয়ে সৌদিআরব যাচ্ছি ।
JR Aviation এর জন্য শুভ কামনা রইলো।
এক কথায় বলতে গেলে JR aviation একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান?
মিরাজ ভাইর জন্য শুভকামনা ও অনেকে অনেক দোয়া রইল
কথা কাজে মিল ১০০%
alhamdullilah jr aviation er maddome 2022 sale Ami Saudi jai flower
shop er visay
and akhon aro Valo kopila peyar ager visay exit e desh e ase Abar Saudi jacci notun flower shop er visay sobai Amar Jonno dowa korben ……..
আলহামদুলিল্লাহ জে আর এভিয়েশনের সার্ভিস পেয়ে আমি অত্যন্ত আনন্দিত
খুব দ্রুত তারা আমার ভিসা প্রসেস করে দিয়েছে। আলহামদুলিল্লাহ JR Aviation এর মধ্যমে আমার সৌদি আরবের ভিসা প্রসেস করে সৌদি যাচ্ছি। JR Aviation এর জন্য শুভ কামনা রইলো।
About Us
আমাদের লক্ষ্য একটাই যে প্রতিটি মানুষ বিদেশে গিয়ে নিজের ও পরিবারের জীবন উন্নত করতে চায়,
তাদের যাত্রাটা যেন হয় সহজ, নিরাপদ ও সফল।

